পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান উদ্ধার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান উদ্ধার

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের সদর উপজেলার শারিকতলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ১০:১৫ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এবং সেনাবাহিনীর মেজর জাহিদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সমন্বিত অভিযানে জনৈক জালাল ফকিরের বসতবাড়ি থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
জানা যায়, ডুমুরিতলার বাসিন্দা জালাল ফকির, পিতা মৃত কাসেম আলী ফকির, তার একতলা বাড়িতে অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। সে স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। জালাল ফকির পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জালাল ফকিরের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের সূত্র অনুযায়ী, জালাল ফকিরের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তারে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Comment here