নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালিত হয়।
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক
কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সিনিয়র চিফ পেটি অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন:
পিরোজপুর জেলা সশস্ত্র বাহিনী পরিষদের সহ-সভাপতি সার্জেন্ট আব্দুর রব
সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।
বক্তারা সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে ভূমিকা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ পদক্ষেপ ও দেশপ্রেমের জন্য আজকের স্বাধীন বাংলাদেশ সম্ভব হয়েছে। তরুণ প্রজন্মকে সশস্ত্র বাহিনীর এই বীরত্ব ও গৌরবময় ইতিহাস জানার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলনে শহীদ হওয়া সকল বীরদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের প্রতি দায়িত্ব পালন ও কর্তব্যবোধের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তাদের উদ্দীপনামূলক বক্তব্য উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
এই আয়োজন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেছে।
Comment here