মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুর জেলা থেকে অপহৃত কিশোরী সিনথিয়া আক্তার রুমিকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ (৫ অক্টোবর ২০২৪) পিরোজপুর সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোবহানের উপস্থিতিতে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের এর নির্দেশনা ও তত্ত্বাবধানে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে সিনথিয়া আক্তার রুমি (১৩), পিতা মোহাম্মদ আল আমিন হাওলাদার, গ্রাম পোর গোলা, থানা ও জেলা পিরোজপুর, হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সিনথিয়ার মামা মোঃ শেখ তরিকুল ইসলাম রাজীব থানায় অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় সিনথিয়ার সন্ধান শুরু হয়।
তথ্য প্রযুক্তির সাহায্যে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গত ৩ অক্টোবর রাতে বরিশালের চাঁদমারী এলাকা থেকে সিনথিয়াকে উদ্ধার করা হয়। সিনথিয়ার পরিবার তাকে ফিরে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশের এ সাফল্যের জন্য পিরোজপুরবাসী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
Comment here