আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর মহল্লার আজিজার রহমানের (৫৮) বিরুদ্ধে তার পুত্রবধূ মামনি মণি (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আজ শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আজ দুপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, পুত্রবধূর দায়ের করা অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
Comment here