পুলিশের হাতে ৪০ হাজার টাকার গাঁজা ও চোরাই বাইকসহ গ্রেপ্তার-২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পুলিশের হাতে ৪০ হাজার টাকার গাঁজা ও চোরাই বাইকসহ গ্রেপ্তার-২

মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার : ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও চুরিকৃত মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের পৃথক দুটি দল।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাঠপাড়া গ্রামের সরকারি গোরস্থানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সাত রশিয়া কল্লাপাড়ার ময়েন আলীর ছেলে রুবেল হোসেন (৩১) ও নাচোল উপজেলার আমজোয়ান এলাকার মৃত দিলসাদ মন্ডলের ছেলে নাজিম ইসলাম (২৪)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, ১১ মার্চ শুক্রবার দুপুর ২ টার দিকে সরকারি গোরস্থানের সামনে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাচোল থানা পুলিশের একটি দল।
ওসি মিন্টু রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নাচোলের কন্যানগর এলাকায় মানিরুলের কাঠের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মানিরুলকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comment here