নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ ও আওয়ামীলীগের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৬১৫ জনকে আসামি করে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিমন হোসাইন বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় হেফাজতের নায়েবে আমির মধুপুর পীর আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) এবং আবদুল্লাহসহ (৩৫) ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামরুজ্জামান জনান, ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম ও পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সংঘর্ষে শতাধিক আহত হয়। এতে সিরাজদিখান থানার এসআই সেকেন্দার আলী, এএসআই রাজু আহমেদ, হেফাজতের ইসলামের নায়েবে আমির ও মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ ও হাফেজ মাওলানা বশির আহম্মেদ, ছাত্রলীগের তুষার, নাজমুল ইসলামসহ শতাধিক আহত হন।
Comment here