শিক্ষাঙ্গন

পেছালো এসএসসি ও সমমান পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।

আজ শনিবার সন্ধ্যায় এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

নির্ধারিত কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ২৫ মিনিট আগে তাদের প্রশ্নপত্রের সেটকোড পাঠানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Comment here

Facebook Share