নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।
আজ শনিবার সন্ধ্যায় এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
নির্ধারিত কেন্দ্রে সংশ্লিষ্টদের কাছে ২৫ মিনিট আগে তাদের প্রশ্নপত্রের সেটকোড পাঠানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
Comment here