প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

গত ২৮/০৩/২০২০খ্রিঃ      GSB24TV. COM, PEOPLESNNEWS24.COM,AGKERNARAYANGANG.COM, PPBD.NEWS      অনলাইন        সহ বিভিন্ন পএিকায়  “নওগাঁ মান্দায় যৌন উত্তেজক ঔষধ খাইয়ে শিক্ষক ছাএীকে ধর্ষণ” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

নিউজে আমাকে ও আমার শিক্ষককে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও মনগোড়া নিউজ প্রকাশ করাই আমার ও আমার  শিক্ষকের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি পড়াশুনার প্রয়োজনে স্যারের কাছে পড়ামর্শের জন্য গিয়ে স্যারের পড়ামর্শ শুনে বাসায় ফিরে আসি। এই বিষয়কে কেন্দ্র করে স্বানীয় কিছু বখাটে যারা বহুদিন ধরে আমাকে উত্ত্যক্ত করে আসছিল, তাদের শাষন করাই স্যারের সাথে তাদের সম্পূর্কের অবনতি ঘটে।  ভূল তথ্য দিয়ে  পিতা সমতুল্য শিক্ষককে ও আমাকে নিয়ে মিথ্যা নিউজ প্রকাশ করে। আমাকে নিয়ে এমন সংবাদ প্রকাশের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত নিউজ সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

নিবেদক
মোছাঃ রোমানা আক্তার
১০ম শ্রেণী,
 কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়
মান্দা, নওগাঁ।

Comment here