প্রতিযোগীদের অপমান ‘স্ক্রিপটেড’ ছিল, বললেন ফাহমি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ছোট পর্দাবিনোদন

প্রতিযোগীদের অপমান ‘স্ক্রিপটেড’ ছিল, বললেন ফাহমি

বিনোদন প্রতিবেদক : কাজী আনোয়ার হোসেনের লেখা বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে। কিন্তু মাসুদ রানা কে হচ্ছেন, তা নিয়ে আছে ধোঁয়াশা। চূড়ান্ত ঘোষণা না এলেও বারবার উঠে আসছে অভিনেতা এ বি এম সুমনের নামটি। তবে এ বিষয়ে এখন মুখ খুলতে নারাজ ‘মাসুদ রানা’ ছবির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কেউ।

এদিকে ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি)-এর পক্ষ থেকে জানা যায়, মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এ বি এম সুমন। ছবির জন্য অডিশনও দিয়েছেন তিনি।

যদি তাই-ই হয়, তবে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা?’ আয়োজন কেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এই আলোচনা ছাপিয়ে সমালোচনার তীরগুলো বিঁধছে বিচরকদের। বইছে নিন্দার ঝড়।

ফেসবুকে এই শো’য়ের কয়েকটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, প্রতিযোগীদের সঙ্গে ‘জঘন্য’ আচরণ করছেন বিচারকরা। দর্শকদের অভিযোগ, বিচারকের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি, শাফায়েত মনসুর রানা, মুহাম্মদ মোস্তফা কামাল, অভিনেত্রী জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া প্রতিনিয়ত ‘অপমান’ করছেন প্রতিযোগীদের।

প্রতিযোগীদের সঙ্গে বিচারকদের মধ্যে সবচেয়ে বাজে আচরণ করেন ইফতেখার আহমেদ ফাহমি। কিছু প্রতিযোগী কাপড় খুলে ফেলেন। আবার কয়েকজনের মাথার চুল নিয়ে বিরুপ মন্তব্য করেন তিনি।

এতসব সমালোচনা মাথায় নিয়েও চ্যানেল আইতে চলছে ‘কে হবে মাসুদ রানা?’ রিয়েলিটি শো। আজ বৃহস্পতিবার এ প্রসঙ্গে আমাদের সময় অনলাইন কথা বলে ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে।

প্রতিযোগীদের অপমান করার বিষয়ে জানতে চাইলে ফাহমি বলেন, ‘মাসুদ রানা শো তো চলছেই। আমি শুরুর দিকে জাজ ছিলাম। ভক্তদের মতামত থাকতেই পারে। এতে কোনো অসুবিধা নাই। আর এটা স্ক্রিপটেড ছিল। আমাদের যেভাবে বলা হয়েছে, যেভাবে গাইড লাইন দিয়েছে সেভাবেই করেছি। এই শো’টা তো আমার নিজস্ব কোনো ইউটিউবের শো না। এতে চ্যানেল আই ছিল, ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট ছিল। আমাদের তো কিছু না।’

নিজের পক্ষে সাফাই গেয়ে ইফতেখার আহমেদ ফাহমি বলেন, ‘বিশ্বাস করেন ভাই, আমি এভাবে কারও সঙ্গে আচরণ করি না। অপরিচিত মানুষের সঙ্গে তো দূরে থাক, কাছের মানুষের সঙ্গে এমন আচরণ করি না। কাছের লোক বলতে শুধু আম্মার সঙ্গে এমন করি। আর কারও সাথে করি না। মা এত কাছের, আবার একটু পরে মন খারাপ হয়ে যায়, হায় হায়! কেন এমন করলাম। সে তো একেবারে সবচেয়ে কাছের মানুষ বলে।’

ফাহমি আরও বলেন, ‘শোতে যা ছিল সাজানো ছিল। সেখানে যাদের সাথে করেছি (খারাপ আচরণ) ওরাও সুন্দর রেসপন্স দিয়েছে। হেসেছে, হাই-হ্যালো হয়েছে। বাই দিস টাইম, টিভির যে অংশগুলো ভাইরাল হয়েছে, তা দেখে যে কোনো মানুষের মন খারাপ হবে এটা স্বাভাবিক। এতে পাবলিকের কোনো দোষ নাই।’

বিষয়টিকে ‘পাবলিক স্ট্যান্ট’ বা শো’য়ের ক্যাম্পেইন বলা যাবে কি না, জানতে চাইলে ফাহমি বলেন, ‘ক্যাম্পেইন কি না জানি না। আমার আব্বা দেখেও বলেছেন, আহারে এমন করেছ, মানুষতো এখন ক্ষেপে যাবে। কারণ, সবাই তো তোমার পুরো ভিডিও দেখে নাই। ভিডিও কেটে কেটে যেভাবে করা হয়েছে, তাতে তো যে কোনো দর্শকের মন খারাপ হবেই। তাদের মন খারাপটা খুবই জায়েজ। তারা তো ইন্টারনাল বিষয়টা জানে না। ভেতরে কী হচ্ছে, ওই টাইমে কী হচ্ছিল কেউ তো জানে না।’

প্রতিযোগীদের সঙ্গে এ ব্যবহারগুলো করার জন্য স্ক্রিপ্ট ব্যবহার হয়েছে জানিয়েছেন ফাহমি। বলেন, ‘এটা আসলে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজ। তারা আমাদের ব্রিফ করেছে। আয়োজক কমিটি ছিল, চ্যানেল আইয়ের লোকজন ছিল, একজন ডিরেক্টর ছিল, তো তিনজনকে একজন একজন করে আমাদের রুমে বসানো হয়েছিল। তো আমাদের ব্রিফ যেভাবে করেছে, ওকে ফাইন আমরা করেছি। কখনো হয় নাই (খারাপ আচরণ), কেটেছে, আবার টেক নিয়েছে। তখন যারা এসেছে তারা স্বতস্ফূর্তভাবে আমাদের সঙ্গে কো-অপারেট করেছে। অডিশন দিয়েছে। হাসি তামাশা করেছে। “হাই-হ্যালো-বাই” দিয়েছে। সবাই বলেছে, ভাই দোয়া রাখবেন। এমন কথাও হয়েছে। তবে যা ভিডিওতে এসেছে, তা দেখে সবারই মন খারাপ হবে।’

শো নিয়ে কোনো হুমকি-ধামকি আসছে কি না, জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘না, ফেসবুকে তো বিভিন্নজন বিভিন্নরকম কমেন্টস করবেই। কেউ কেউ ভালো লিখেছে, কেউ খারাপ বলেছে, কেউ পছন্দ করেছে। মিশ্র প্রতিক্রিয়া। সেটা নিয়ে আমার পারসোনাল লাইফে কিছু হয় নাই। আমি তো কাউকে পারসোনালি অ্যাটাক করি নাই। যারা এসেছে, তাদের সময় সে সময়টা যেভাবে যা করার করা হয়েছে। পারসোনাল অ্যাটাকের তো প্রশ্নই আসে না। সবারই তো মাসুদ রানা হওয়ার ইচ্ছা থাকতে পারে। আমারও থাকতে পারে। আমার এগুলো নিয়ে কিছু হয় নাই।’

কে হবে মাসুদ রানা, শো নিয়ে সারা দেশেই চলছে বিতর্ক-সামলোচনা। যার খড়্গ পড়েছে শো’য়ের আরেক বিচারক শবনম ফারিয়ার। তার মোবাইল নম্বর ভাইরাল হয়েছে। এ কারণে জিডি করেছেন তিনি। পাশাপাশি ফেসবুকেও একটি পোস্ট করেন এই অভিনেত্রী।

Comment here