নিজস্ব প্রতিবেদক : বড় ভাই শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন সংসদ সদস্য (এমপি) শেখ ফজলে নূর তাপস। গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ ধন্যবাদ জানান তিনি।
স্ট্যাটাসে ফজলে নূর তাপস লিখেন, ‘আজ ২৩ নভেম্বর। আমাদের জন্য একটি স্মরণীয় দিন। যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে আমার বড় ভাই শেখ ফজলে শামস (পরশ) যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যুদ্ধ পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ গঠনের উদ্দেশ্যে যুবকদের সংঘবদ্ধ করে আমার বাবা শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। আজ রাজনীতির এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে শেখ মণির ছেলেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একই দায়িত্ব প্রদান করেছেন। এটি একটি স্বর্গীয় আর্শীবাদ। সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’
গতকাল শুক্রবার যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল।
Comment here