ঢাকাসমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ‘ভুয়া তালিকা’ ফেসবুকে দেওয়ায় যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ২ হাজার ৫০০ টাকার  ঈদ উপহারের ভুয়া তালিকা নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে গাজীপুরের ছায়াবিথী এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মোস্তফা আহম্মেদ ওরফে পলাশ গাজীপুর সদর থানার পূর্ব চান্দনা এলাকার আমজাদ হোসেনের ছেলে।

আজ সোমবার র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ মে র‌্যাব-১-এর একটি দল দক্ষিণ ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে মো. মোস্তফা আহম্মেদ ওরফে পলাশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুকে করোনাভাইরাস মহামারিতে সরকারের ঈদ উপহারের ভুয়া তালিকার ২৮ পাতার ফটোকপি উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে পলাশ জানান, করোনাভাইরাস মহামারিতে সরকারের দেওয়া ২ হাজার ৫০০ টাকা করে ঈদ উপহারের ভুয়া তালিকা তৈরি করে তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে নিজের ফেসবুক আইডিতে ৬ মিনিটের লাইভে কথা বলেন, যা ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই তালিকা নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন লাইভ ভিডিও প্রচার, পোস্ট, শেয়ার ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে গুজব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টিসহ সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করেছেন। :

Comment here

Facebook Share