প্রধানমন্ত্রীর দোয়া নিলেন আতিকুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন আতিকুল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করেন আতিকুল। গণভবন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আতিকুল ইসলাম। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।’

ওই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চেয়ারে বসে আসেন। তার পাশে চেয়ারের হাতলে ভর দিয়ে রয়েছেন আতিকুল ইসলাম।

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামীকাল শনিবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

https://www.facebook.com/AtiqForDhaka/posts/636787626864491

Comment here