প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ১৪ দেশের রাষ্ট্রদূত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ১৪ দেশের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করবেন ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত। আজ বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ওই বৈঠকে ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।

বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Comment here