প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়কের সাক্ষাৎ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়কের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিষয়টি নিম্চিত করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে তিনি কাজ করার বিষয়ে পুনর্বিবেচনা করতে চান। আলোচনায় নাহিদ ইসলাম এমন সিদ্ধান্ত গ্রহণের আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।

এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

Comment here