প্রাণ গেল আরও ১৯ জনের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রাণ গেল আরও ১৯ জনের

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৬ হাজার ৯৮৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ১ হাজার ৮৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৩২২ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে তিন হাজার ৮৬৬ জন। এ নিয়ে সুস্থ হলেন চার লাখ ৮৭ হাজার ৪৯ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে পুরুষ ১৩ ও নারী ছয় জন। বয়স বিবেচনায় বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব এক, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব দুই ও ষাটোর্ধ্ব ১১ জন। শতাংশ হিসেবে পুরুষ মৃত্যুর হার ৭৬.৪২ শতাংশ ও নারী ২৩.৫৮ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগ অনুযায়ী, ঢাকায় ১২, চট্টগ্রামে চার, রাজশাহীতে এক, বরিশাল এক, রংপুরে এক জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Comment here