সারাদেশ

প্রেমিকার মৃত্যুর শোকে, প্রেমিকের বিষপানে আত্মহত্যা

আশিকুর রহমান : গোপালগঞ্জের উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে ওই গ্রামের পরান মল্লিকের ছেলে প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের কাছে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে সোহাগ মল্লিক পার্শ্ববর্তী খ্রিষ্টান শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরিবারের লোকজন তাদের এ সম্পর্ক  মেনে না নেয়ার জের ধরে এই ঘটনা ঘটে ।
গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে (১০ জানুয়ারী) সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নিয়ে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান,বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

Comment here

Facebook Share