প্রেমের নামে প্রতারণা সহযোগীসহ প্রতারক রেখা গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

প্রেমের নামে প্রতারণা সহযোগীসহ প্রতারক রেখা গ্রেফতার

জাহিদ হাসান (চুয়াডাঙ্গা ) :  প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পরে প্রেমিককে ডাকেন বাসায়। প্রেমিক বাসায় আসলে তাকে মারধর করে হাতিয়ে নেন মোবাইল ফোন ও নগদ টাকা। এখানেই শেষ নয় প্রেমিককে জিম্মি করে মুক্তিপণের টাকা ও   আদায়  করেন। এভাবে  অভিনয়  কায়দায়  প্রতারণা  করে ন।।

চুয়াডাঙ্গার  সদর  উপজেলার কুলচারা গ্রামের আমজাদ হোসেন  এর  মেয়ে রেখা খাতুন (৩০) মঙ্গলবার 18 জানুয়ারি দুপুরে প্রেমিক কাসেম আলী নামে এক ব্যক্তিকে  বাসায় ডেকে সহযোগীদের মাধ্যমে  তার কাছ থেকে  নগদ টাকা  হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাকে প্রাননাশের হুমকি  দিয়ে মোটা  অংকের  টাকা হাতিয়ে নেয়।

কিন্তু  শেষ  রক্ষা  হয় নি।অবশেষে সহযোগী চুয়াডাঙ্গা  শহরের  পৌরকলেজ পাড়ার  সুরত আলীর ছেলে আলিহিম (২১) সহ  18ই জানুয়ারি  দিবাগত রাতে পুলিশের  হাতে আটক  হয়। মঙ্গলবার  রাতে তাদের কে চুয়াডাঙ্গা  শহরের দক্ষিণ   হাসপাতাল এলাকা  থেকে  তারকে গ্রেফতার  করা হয়। এসময়  আরো দুই জন পালিয়ে  যায়।

এ বিষয়টি  নিশ্চিত  করেন চুয়াডাঙ্গা  সদর থানার অফিসার  ইর্নচাজ মোহাম্মদ  মহাসীন।তিনি বলেন রেখি একজন প্রতারক। তিনি  প্রতারণার জন্য প্রেমের ফাঁদ পাতেন। এ প্রতারণার জন্য তার আলাদা একটি চক্র আছে। বাকি সদস্যরা পুরুষ। রেখা সহজ-সরল ও বয়স্ক লোকেদের সাথে প্রেম করত।  এরপর তাকে রেখার বাসায় আনতেন। বাসায় আসলেই চক্রের সদস্যরা মারধর করে মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিত।

এরপর নগ্ন ভিডিও  করে তা ছড়িয়ে  দেওয়ার ভয় দেখিয়ে টাকা  দাবি করত।একই কায়দায়  গতকাল  মঙ্গলবার  ষাটর্ধ এক বৃদ্ধ  কে জিম্মি  করে রেখা ও তার দল। গোপন  সংবাদের ভিওিতে  একটি অভিযান  পরিচালনা করে। পরিচালনা কালে আলিহিম সহ রেখা কে গ্রেফতার  করা হয় । এবং  আরো দুইজন  পালিয়ে  যায় । চক্রের  পলাতক  দুই আসামী কে গ্রেফতারের অভিযান  অব‍্যাহত রয়েছে।

Comment here