নীলফামারী প্রতিনিধি :প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা দুই ছাত্রীকে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকি দিয়েছে। তাদের হুমকিতে ও ছাত্রীদের বাবা-মা নিজের বাড়ি ছেড়ে নীলফামারী শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের এটি গ্রামে। এ ঘটনায় ২ ডিসেম্বর সদর থানায় ভুক্তভোগীদের বাবা বাদী হয়ে দুজনের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ডায়েরিভুক্ত আসামিরা হলেন- একই এলাকার প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. প্রান্ত (১৯) ও আমিনুর রহমান ওরফে কানমোচড়ার ছেলে মিজানুর রহমান (২০)।
পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীরা যমজ বোন। তারা নীলফামারী আর্দশ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তারা স্কুল ও প্রাইভেটে যাতায়াতের সময় প্রান্ত প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাদেরকে বিভিন্ন হুমকি ও ক্ষতি করার হুমকি দেয়। বিষয়টি বাবা মাকে জানান তারা। বাবা-মা ওই তরুণদের কিছু বলতে গেলে তাদেরকেও হুমকি দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে সন্তানদের রক্ষার জন্য বর্তমানে বাবা-মা তাদের নিয়ে নীলফামারী শহরে ভাড়া বাসায় রয়েছেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা
দৈনিক মুক্ত আওয়াজ কে, ‘আসামিরা দাঙ্গাবাজ ও প্রভাবশালী হওয়ায় আমার মেয়েদের নিয়ে চরম হতাশায় আছি। তাদের শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comment here