ফিরে গেলেন শান্ত, সেঞ্চুরির পথে লিটন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলাসমগ্র বাংলাসিলেট

ফিরে গেলেন শান্ত, সেঞ্চুরির পথে লিটন

ক্রীড়া প্রতিবেদক,সিলেট থেকে : মাঠে এসেই দুর্দান্ত খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩৭ বলে ২৯ রানের ইনিংসে ছিল দুটি দৃষ্টিনন্দন ছয়ের মার। কিন্তু আর এগোতে পারলেন না, এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন। অন্যদিকে ক্রিজে থাকা ওপেনার লিটন দাস এখন সেঞ্চুরির পথে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪১ রান। ক্রিজে আছেন লিটন দাস ৮২ ও মুশফিকুর রহিম ১ রান নিয়ে।

সাজঘরে তামিম, লিটনের হাফসেঞ্চুরি

বড় রান করতে ব্যর্থ হলেন তামিম ইকবাল। ৪৩ বলে ২৪ রানের ইনিংস খেলে এলবিডব্লিউর শিকার সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আরেক ওপেনার লিটন দাস ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।

লিটনের ব্যাটে দুর্দান্ত শুরু

ওপেনার লিটন দাসের ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুরু থেকেই লিটন খেলছেন তার স্বভাবজাত আক্রমণাত্মক খেলা। অন্যদিকে, তামিম খেলছেন দেখে-শুনে ধীরগতিতে।

একাদশে তিন পেসার

মাশরাফি মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত,  মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দিন। স্পিনে থাকছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। নাঈমের অভিষেক হওয়ার কথা থাকলেও শান্তর ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ রোববার দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা।

Comment here