সারাদেশ

ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে এক মিনিটেই ডাকাতির কাজ সম্পন্ন করতেন

মাজহারুল ইসলাম বাদল : ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে আতংক তৈরী করে এক মিনিটের মধ্যে ডাকাতির কাজ সম্পন্ন করতো তারা। তাদের টার্গেট থাকতো দেশের বিভিন্ন জেলার স্বর্ণের দোকান গুলো। আগে থেকেই টার্গেটকৃত দোকান ও সেই এলাকাকে কয়েকবার রেকি করে নিতো।
যাতে করে ডাকাতির কাজ করে দ্রুত সেই এলাকা থেকে সরে যেতে পারে। এমনি একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সাত সদস্যকে আটক করেছে র‌্যাব।
এময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার বেলা ১২টায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  অধিনায়ক (সিও) লেঃ কঃ খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।

Comment here

Facebook Share