মোঃ মিজানুর রহমান আকন্দ ( ফুলপুর প্রতিনিধি) : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সাবান, মাস্ক বিতরন ও জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফুলপুর- তারাকান্দার সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে ফুলপুর উপজেলা, পৌর, ও কলেজ শাখার উদ্যোগে এই কাজ করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমানুষকে সচেতন করার পাশাপাশি হতদরিদ্র, এতিম, অসহায় গরিব মানুষ ও পথচারীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ ও জীবানু নাশক স্প্রে করেন, বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের স্থানীয় প্রতিনিধি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিববুল হক(টুটুল)। রবিবার বিকালে নিজ টিমকে সাথে নিয়ে এইসব জনসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করেন।
ছাত্রদল কর্মীরা ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার, বাস ষ্টেশন ,মেইন রোড সহ বিভিন্ন রাস্তা, দোকান ও যানবাহনে জীবাণু নাশক স্প্রে করেন। ছাত্রনেতা মহিবুল হক টুটুল বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, বেশী বেশী নামাজ পড়েন ও তওবা করেন এবং সরকারি নিয়ম মেনে চলুন আর সতর্ক থাকুন। আপাতত: অপ্রয়োজনে বাইরে বের হবেন না। কয়েকটা দিন ঘরেই থাকুন। আতঙ্কটা কেটে গেলে পরে সবই করতে পারবেন। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ন আহ্ববায়ক ফারুক আহমেদ, ছাত্রদল নেতা হেলাল, আলম, ফুয়াদ, আরিফসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Comment here