শিবাঙ্গী সিংহ, কলকাতা: জামাইষষ্ঠীর দিন সকালে মেট্রো স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে মৃত্যু। প্রায় দেড় ঘন্টা বন্ধ মেট্রো পরিষেবা। ভোগান্তী অফিস যাত্রীদের।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ। কালীঘাটগামী মেট্রোর সামনে ঝাঁপ দেয় সেই ব্যক্তি। পুলিশি সূত্রে জানা গিয়েছে, যাত্রীর নাম সুজিত সাউ। বয়স ৪৫। তিনি পর্ণশ্রী এলাকার গোপাল মিস্ত্রী লেনের বাসিন্দা।
উল্লেখ্য, মহানায়ক উত্তমকুমার থেকে ময়দান পর্যন্ত দেড় ঘন্টা বন্ধ থাকে মেট্রো যাতায়াত পরিষেবা। পরে মৃত ব্যাক্তিকে উদ্ধার করা হয় এবং পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ফের সকাল ১১.২০ পর থেকে স্বাভাবিক অবস্থায় চালু করা হয় মেট্রো চলাচল।
Comment here