রাজনীতি

ফের জরুরি বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : একদিনের ব্যবধানে ফের জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবারও জরুরি বৈঠকে বসেছিল দলের স্থায়ী কমিটির সদস্যরা।

ধারণা করা হচ্ছে, রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। একই সঙ্গে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।

এদিকে, সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

Comment here

Facebook Share