ফের বাড়ল সয়াবিন তেলের দাম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক : সয়াবিন তেলের দাম আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাম সুপার ১৭২ টাকা লিটার দরে বিক্রি হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অত্যাধিক মাত্রায় বেড়েছে। তাই দাম সমন্বয় না করলে ব্যবসায়ীরা আমদানি করতে পারতেন না। সে কারণেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

 

Comment here