নিজস্ব প্রতিবেদক : ওয়াজের মাধ্যমে ইসলামকে ব্যঙ্গ করার অভিযোগে আলোচিত বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ স ম জগলুল হোসেনের আদালতে আইনজীবী ইব্রাহিম খলিল এ মামলা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি করা হয়। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে নিজের বক্তব্যের মধ্যে চায়ের কাপ হাতে নিয়ে ‘একটু চা খাই, আপনারা খাবেন, ঢেলে দেই’ মন্তব্য করে আলোচনায় আসেন তাহেরী। এ ছাড়া ওয়াজে ছন্দের তালে ‘বসেন বসেন, বসে যান’ বলেও আলোচনায় আসেন তিনি। দুটি বিষয় নিয়েই ফেসবুকে ট্রোল হয়।
এ ছাড়া বিভিন্ন সময় নিজের ওয়াজের মধ্য দিয়ে ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে আলোচিত-সমালোচিত মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
ওয়াজে অশালীন বক্তব্য, অঙ্গভঙ্গি এবং নাচ-গানের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে তাহেরীকে।
Comment here