নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মধ্যরাতে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হওয়া সেই রায়হানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ সোমবার ভোরে র্যাব-২ এর একটি দল রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান দৈনিক মুক্ত আওয়াজঅনলাইনকে আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রায়হানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Comment here