গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভারের ওপর প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সী আরও এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। গুরুতর আহত শিশুর নাম রাইসা। তারা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হাসান জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান।
এতে দুর্ঘটনা স্থলেই মারা যান শামীম ও শাহীন নামে দু’জন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু নামে আরও এক আরোহী। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Comment here