নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ায় করোনা আক্রান্ত ৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ১৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২০ জন। তবে করোনায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৪ জন সদরের, গাবতলীতে ২ জন, বাকি দুইজন সারিয়াকান্দি ও শিবগঞ্জে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৫ অক্টোবর জেলায় দুটি পিসিআর ল্যাবে মোট ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ১৮ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজে ৯টি নমুনায় সব নেগেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৯ জন এবং সুস্থতার সংখ্যা ৭ হাজার ২৯৭-এ দাঁড়িয়েছে। এ ছাড়া মোট মৃত্যু ১৯৩ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগী ৫১৯ জন।
Comment here