বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে কর্মরত ১৬ জন করোনায় আক্রান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে কর্মরত ১৬ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেলওয়ে সেতু‌তে কর্মরত ৮ জন বি‌দেশি নাগ‌রিকসহ ১৬ জন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। এক‌াধিক সূত্রের মাধ্যমে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করা গেছে।

আক্রান্ত বি‌দেশি নাগরিকদের ম‌ধ্যে ছয়জন জাপান, একজন নেপাল ও একজন ইন্দোনেশিয়ার নাগ‌রিক র‌য়ে‌ছে। ক‌রোনা আক্রান্তের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গো‌রিলাবা‌ড়ির জে‌টি ঘাট বন্ধ ঘোষণা ক‌রে‌ছে কর্তৃপক্ষ।

জানা যায়, রেল সেতু‌তে কর্মরত বি‌দেশি ওই নাগ‌রিকরা এলেঙ্গা রি‌সোর্ট, বঙ্গবন্ধু সেতু রি‌সোর্ট (যমুনা রি‌সোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস করতেন। ক‌রোনা আক্রা‌ন্তের পর তা‌দের ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু রেল সেতু‌তে কাজ পাওয়া আইএইচআই ইমফা স্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইব্রাহীম হো‌সেন কোনো তথ‌্য দি‌তে রা‌জি হননি।

তবে বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সাইট কার্যাল‌য়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেল সেতু‌তে বিদেশিসহ ১৬ জন ক‌রোনায় আক্রান্ত হওয়ার খবর শু‌নে‌ছি। তারা এখন আর রি‌সো‌র্টে থা‌কেন না।

এ ছাড়া রেল সেতুর দায়িত্বে থাকা একাধিক কর্তা ব্যক্তি জানান, আক্রান্তদের স্পট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ সেই সঙ্গে অন্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Comment here