ঢাকাসমগ্র বাংলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠান আজ

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশনের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলবে।

দিবসটি উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ গতকাল এক ভিডিওবার্তায় বলেন, ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। যোগ শুধু হলিস্টিকি হেলথের বিষয় নয়, এটা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক শান্তি দেয়। আশাকরি সবাই আসবেন।

ভারতীয় হাইকমিশন জানায়, সকাল ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। এতে যোগ প্রদর্শন ও গণযোগ সেশন হবে। অংশগ্রহণকারী অগ্রাধিকার ভিত্তিতে যোগ ম্যাট, টি-শার্ট পাবেন।

Comment here

Facebook Share