শিবাঙ্গি সিংহ কলকাতা: ফের ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল ১২ বছরের কিশোর নাবালকের। শৌচাগারে ফাটলো বোমা। আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার বনগাঁর বক্সি পল্লিতে।
প্রসঙ্গত জানা গিয়েছে, বনগাঁর বক্সি পল্লি এলাকার শৌচাগারে মজুত করা ছিলো বোমা। আর এই শৌচাগারটির পাশের এক গ্যারেজে কাজ করত কিশোর। সকালবেলা কিশোরটি শৌচকর্ম করতে যায় সেইখানে। আর তখনই ঘটে সেই বিপত্তি। ফেটে ওঠে মজুত করা বোমা। সাথে সাথেই মৃত্যু হয় কিশোরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরের নাম রাজু রায়, বয়স ১২।
উল্লেখ্য, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়েছে গোটা এলাকা। ঘটনা স্থলে এসে পৌঁছয় পুলিশ। তদন্ত চালানো হচ্ছে এই ভয়াবহ ঘটনাটির। তবে কে, কেনো শৌচাগারের মধ্যে বোমা রেখেছিলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
Comment here