বনানীতে আগুনে হতাহতের ঘটনায় ভুটানের প্রধানমন্ত্রীর শোক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বনানীতে আগুনে হতাহতের ঘটনায় ভুটানের প্রধানমন্ত্রীর শোক

 

বনানীর এফআর টাওয়ারের আগুন লেগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ওই ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দুজন আটক হয়েছেন। তারা হলেন- এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক ও নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম।

এদিকে, আজ রোববার দুপুরে বনানীর সপুরা টাওয়ারে সাক্ষ্যগ্রহণে বেরিয়ে আসে, এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত আটতলা থেকে। উদ্ধার হওয়া আটকেপড়াদের আশঙ্কা, বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Comment here