সারাদেশ

বনানীতে মাইক্রোবাসে আগুন

রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেরিয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।

 
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসতে সময় লাগায় মেট্রোরেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। সিটি করপোরেশনের একটি পানির গাড়ি সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
 
 
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
 

তবে গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।

Comment here

Facebook Share