বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত, ওসিসহ আহত চার পুলিশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত, ওসিসহ আহত চার পুলিশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও তিন পুলিশ সদস্য। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া হর্জন বাগানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের কর্ণফূলী থানার মধ্যম শিকলবাহ এলাকার মো. জাফর (৩৫), পটিয়া থানার পাইকপাড়া এলাকার মো. হাসান (৩৭) ও চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার জহির আহমদ (৪৫)।

আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আমিনুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন এবং মো. সবুজ। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত ১টার দিকে বেশ কিছু ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি বানিয়াছড়ার পাহাড় ঘেরা অরণ্য গর্জন বাগানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একদল মাদক কারবারি অবস্থান করছে।’

ওসি হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর আমিসহ চকরিয়া থানা থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযানের যাই। পরে ভোরের দিকে ওই পাহাড়ি এলাকায় অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আমরাও গুলি চালাই। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় পাহাড়ের দিকে যেতে থাকি। এসময় তিন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন। এসময় একটি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, সাত রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড গুলির খোসা ও ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় আমিসহ আরও তিন পুলিশ আহত হয়েছে। সবাই মোটামুটি সুস্থ রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

Comment here