বন্যাদুর্গতদের নয়, পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত সরকার : ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতিসারাদেশ

বন্যাদুর্গতদের নয়, পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক :বন্যাদুর্গত মানুষের দিকে না তাকিয়ে পদ্মাসেতুর উদ্বোধনী উৎসব নিয়ে সরকার ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৭, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

advertisement

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগনের এই দুযোর্গে সরকার ব্যস্ত পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে। তারা এত ব্যস্ত, মানুষের কল্যাণ ও কষ্টের দিকে তাকানোর সময় নেই। আমরা দাবি করছি, বিলম্ব না করে বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা এবং জনগনের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করুন।’

advertisement

বিএনপি মহসচিব বলেন, ‘সারা দেশে বন্যার ধারালো ছোবল। সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তর অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। গত শুক্রবার ফারাক্কার সব বাঁধ খুলে দেওয়া হয়েছে, পদ্মা-মেঘনা-যমুনাসহ সব নদীর পানি এখন বাড়তে থাকবে। দেশের মানুষের ফসল, বাড়ি-ঘর, গবাদিপশুসহ সমস্ত সম্পদ ভাসিয়ে নিয়ে চলে যাবে।’

বন্যা মোকাবিলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্লাইমেট চেইঞ্জের কারণে বন্যা হতে পারে, তা মোকাবিলা বা ক্ষতি কমাতে দেখার দায়িত্ব সরকারের। গত এক যুগেও ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানিবণ্টন চুক্তি করতে সক্ষম হয়নি সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন সরকার নতুন একটা গান শুরু করেছে- পদ্মা ব্রিজের উদ্বোধন হবে সেখানে নাকি একটা বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনা কারা করছে পরিস্কার করুন। বরাবরই আপনারা (সরকার) নিজেরা দুর্ঘটনা ঘটান, তারপরে বিএনপির ওপরে চাপিয়ে দেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র ও নীতি।’

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান পরিস্কার করে বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা এই নির্বাচন কমিশনকে মানি না।’

তিনি বলেন, ‘সরকারকে বলব- অবিলম্বে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদকে বাতিল করে দেন। এরপর নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে জবাবদিহিমূলক নির্বাচন হবে, নতুন পার্লামেন্ট ও সরকার হবে।’ এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান মির্জা ফখরুল।

৩৯ নং ওয়ার্ড আহ্বায়ক এসএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির নেতা আবদুল আলি নকি, আতিকুল ইসলাম মতিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, এজিএম শামসুল হক, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোয়াজ্জেম হোসেন মতি, আতাউর রহমান চেয়ারম্যান, আখতার হোসেন, মোস্তফা জামাল প্রমুখ।

Comment here