জাতীয়

বাংলাদেশে করোনা রোগী কেন কম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গত দুই দিনে বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বা মৃত্যুর কোনো খবর দেয়নি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এই ভাইরাসে বিশ্বে রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। কিন্তু দেশে গত ৮ মার্চ প্রথম শনাক্তের পর ২২ দিনে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৮ জন।

সরকারের উদ্যোগের কারণেই মানুষ এই ভাইরাসে কম সংক্রমিত হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার দুপুর ১২টার দিকে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের উদ্যোগে দুই মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। আমাদের উদ্যোগটি কাজে লেগেছে। পৃথিবীর সাথে তুলনা করলে বাংলাদেশ এখনো অনেক ভালো আছে।

যদিও অনেকের অভিযোগ, যথেষ্ট পরিমাণ পরীক্ষা করা হচ্ছে না বলে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক হাসপাতালে পরীক্ষা করার ব্যবস্থা থাকলেও সেখানে মানুষ পরীক্ষা করতে যাচ্ছে না, যা ইঙ্গিত করে যে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কম। চট্টগ্রামে যেই কেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে সেখানে গত চার পাচদিনে ৫-৭ জনও পরীক্ষা করতে আসেনি। কক্সবাজারের পরীক্ষা কেন্দ্রে এখন পর্যন্ত কেউ পরীক্ষা করতে আসেনি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘অনেকে বলছে আমাদের দেশে সংখ্যা এত কম কেন? ভাইরাস সংক্রমণের সংখ্যা কম হলেই তো আমাদের খুশি হওয়া উচিত।’

Comment here

Facebook Share