সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফের ফেরি চলাচল বন্ধ

শিবচর প্রতিনিধি : স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ সোমবার দুপুর থেকে স্রোতের গতি বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, ‘যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় গত কয়েকদিনে নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।’

উল্লেখ্য, টানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছয় দিন পরই আবার বন্ধ করা হলো ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে দুই শতাধিক যানবাহন আটকে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’

 

Comment here

Facebook Share