নিজস্ব প্রতিবেদক : মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফজলে নূর তাপস বলেন, ‘যেভাবে বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে, এখনই সময় ব্যবস্থা নেওয়ার। তাই দায়িত্ব নেওয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।
Comment here