বাগেরহাটে মাদকাসক্ত রাসেলের হাতে গর্ভধারিণীমা খুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাগেরহাটে মাদকাসক্ত রাসেলের হাতে গর্ভধারিণীমা খুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদকাসক্ত     ছেলে রাসেল মল্লিকের হাতে মা রাবেয়া মল্লিক  (৬০) খুন হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেলে রাসেল মল্লিককে (৩২) আটক করেছে। ঘাতক রাসেল শাহজাহান মল্লিকের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ হত্যাকান্ডের খবর পেয়ে বাগেরহাট মডেলথানা, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

ads

পরিবারের সূত্রে জানা যায়, রাসেল মল্লিক দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত । তার পরিবার তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও নেশা থেকে ফেরাতে পারিনি ।রোববার সকালে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে মাকে ।মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল থাকা রাসেল মল্লিক কয়েকদিন আগে জামিনে মুক্তি পেয়েছে।এলাকার নেশা খোরদের সাথে মিশে প্রায় ২২ বছর ধরে সে মাদক নেশায় জড়িয়ে পড়েছে। তাকে নেশা থেকে ফিরিয়ে আনার জন্য অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি। কিন্ত নেশা থেকে সে বের হতে পারেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন বলেন, বাসাবাটি এলাকায় ছেলের হাতে মা খুন হয়েছে এমন খবর পেয়ে থানার তদন্ত কর্মকর্তা পান্নু ও সদর ফাড়ির টিএসআই আজাদ ঘটনাস্থল থেকে ঘাতক রাসেলকে গ্রেফতার করেছে।এসময় হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের তদন্ত কাজ চলছে।

স্থনীয়দের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল সাংবাদিকদের বলেন, রাসেল নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে সে তার মায়ের কাছে নতুন মোবাইলফোনসেট চায়। তিনি তার ছেলেকে ফোনসেট কিনে দিতে অস্বীকৃতি জানালে ছেলে ক্ষুব্দ হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাকে হত্যা করে।রাসেল মায়ের কাছে নেশার টাকা অথবা মোবাইলফোনসেট চেয়ে না পেয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।

এলাকাবাসীরা বলেন, মাদক সমাজের একটি ব্যদি হয়ে দাঁড়িয়েছে । যার ফল ভোগ করতে হলো রাসেল মল্লিকের মা রাবেয়া মল্লিককে  আরো বলেন, রাসেল মল্লিকের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন মাদকাসক্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে ।ল মল্লিকের প্রতিবেশী এক বড় ভাই জানান যে , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং তার কার্যক্রম অব্যাহত রয়েছে । সেটা যদি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে রাবেয়া মল্লিকের মত আর কোন মাকে প্রাণ দিতে হবেনা মাদকাসক্ত সন্তানের হাতে ।

Comment here