বাজেট অধিবেশন শুরু রোববার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাজেট অধিবেশন শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামীকাল রোববার শুরু হচ্ছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। অধিবেশনে বাজেটের পাশাপাশি পদ্মা সেতু বাস্তবায়নে সরকারের সফলতা নিয়েও আলোচনা হবে।

কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সংসদে যেসব বিষয়ে প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন।

গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের আহ্বান করেন। সংসদ সচিবালয় সচিব কে এম আব্দুস সালাম সংসদ অধিবেশেনের তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জুন সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্দশ বাজেট।

বাজেট প্রস্তাব উত্থাপনের পর দুদিন বিরতি দিয়ে ১২ জুন থেকে শুরু হবে বাজেট আলোচনা। আগামী ১৪ জুন সম্পূরক বাজেট পাসের পর প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

বাজেট পাসের পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা আছে বলেও জানা গেছে।

7Shares
facebook sharing button
twitter sharing button

 

Comment here