বাণিজ্য মেলা বন্ধ আজ ও কাল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বাণিজ্য মেলা বন্ধ আজ ও কাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ থাকছে। গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) বাণিজ্য মেলা বন্ধ রাখার এই নির্দেশ দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। কমিশনের এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।

Comment here