সারাদেশ

বাদীর অনাপত্তির পরও জামিন মেলেনি ইভ্যালির রাসেল দম্পতির

আদালত প্রতিবেদক : মামলার বাদী অনাপত্তি দেওয়ার পরও ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রাজধানীর বাড্ডা থানায় করা প্রতারণার একটি মামলায় আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী আহসান হাবীব জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘বাদীর সঙ্গে মামলার বিষয়ে আপস-মীমাংসার কথা হয়েছে। তারা এখন জামিন পাওয়ার হকদার। জামিনে বাদীর আপত্তি নেই। আসামিরা গত বছরের ৭ অক্টোবর থেকে বিনা বিচারে কারাগারে আছেন। সবকিছু বিবেচনা করে তাদের জামিনের প্রার্থনা করছি।’

শুনানির সময় মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান। কিন্তু শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী আহসান হাবীব বলেন, এ ধরনের মামলায় বাদী জামিনে অনাপত্তি দিলে জামিন পাওয়ার কথা। কিন্তু আদালত জামিন দেননি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসাইন বাড্ডা থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইভ্যালি ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসে কম মূল্য অফার করে। পরে তিনি ও তার আর এক বন্ধু মোট ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন এবং টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি।

 

Comment here

Facebook Share