নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় সন্তানদের বেঁধে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর স্বর্ণ ও নগদ টাকা লুটেরও অভিযোগ পাওয়া গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার বিকেলে তার সৎ দেবর জয়নাল আবেদীন ও তার সহযোগীকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়নাল ও তার সহযোগী অন্তঃসত্ত্বা ওই নারীর ঘরে ঢুকে তার ছেলেমেয়েদের একটি কক্ষে বেঁধে রাখেন। পরে তাকে নির্যাতন ও ধর্ষণ করেন। ওই নারীকে বাড়ির বাইরে বেঁধে রেখে দেড় ভরি স্বর্ণ, ৫৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান তারা।
Comment here