বান্দরবানের ৩ উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বান্দরবানের ৩ উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় আবারও পর্যটক ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। আজ বুধবার বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হলো। এছাড়া বান্দরবান জেলার অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও রুমা উপজেলায় আগে থেকেই পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা চলছে।  আর গত ১০ ফেব্রুয়ারি রোয়াংছড়ি ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। আজ সেই নিষেধাজ্ঞা আবার বলবৎ করেছে প্রশাসন।

উল্লেখ্য, পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এরপর ধারাবাহিকভাবে থানচি ও আলীকদম উপজেলায়ও নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরবর্তী সময়ে দফায় দফায় উপজেলাভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে প্রশাসন।

Comment here