বাবা তোমার দরবারে সব পাগলের খেলা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

বিনোদন প্রতিবেদক:ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। ইতিমধ্যেই গান গেয়ে সমালোচিত হয়েছেন তিনি। এরপরও দমে যাননি, প্রকাশ করেছেন একের পর এক নতুন গান। নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ শিরোনামের গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। গেয়েছেন হিন্দি গানও।

তারই ধারাবাহিকতায় হিরো আলম গাইলেন বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় গান ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’। গতকাল প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই শুনেছেন ১ লাখেরও বেশি দর্শক-শ্রোতা। আর বরাবরের মতো এবারও গানটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

তবে সেসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন হিরো আলম। তার বক্তব্য, ‘শ্রোতাদের বিনোদন দেওয়ার জন্যই গান প্রকাশ করা। শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন, না হলে না। আমি তো আর জোরাজুরি করছি না।’

Comment here