কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা ইউনুস আলী শিকদার।
রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ জানান, গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আজ মঙ্গলবার রিট আবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।
আদালত রোববার শুনানির জন্য দিন রেখেছেন। ওইদিন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত ১৫ জুলাই বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্ব পালন করছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় কিবরিয়াকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ১৬ জুলাই তিনি মারা যান।
চাপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ড ভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়।
Comment here