বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাসচাপায় মা-মেয়ের মৃত্যু, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে কর্মস্থলে ফেরা মানুষরা।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত ওই দুই পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে মারা যায়। পরে আহত অবস্থায় মাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মা-মেয়ে নিহতের ঘটনায় স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুতই এ মহাসড়ক স্বাভাবিক হবে।

এদিকে, মহাসড়ক অবরোধকারীদের শান্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মুছা।

Comment here