নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে সুস্থ আছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব এখন একটি কাজে বাইরে আছেন।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি এখনো এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে এক মাস কারাগারে থাকার পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস।
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ৭ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
Comment here