নিজস্ব প্রতিবেদক বগুড়া ও সারিয়াকান্দি প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা সারিয়াকান্দি থানায় আরিফ হোসেন (৪০) নামের এক ট্রাকচালকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, ট্রাকচালক আরিফ পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জালালপুরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নে স্কয়ার কোম্পানির মরিচ পরিবহণের কাজে নিয়োজিত। সেই সুবাদে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে আরিফের পরিচয় ছিল।
ঘটনার দিন গত সোমবার বেলা ১১টার দিকে আরিফ ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে আসেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক আরিফের ট্রাকটি জব্দ করে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comment here