বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আমিনুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে অধিমূল্যে চাল বিক্রির অভিযোগে ৩ দোকান মালিককে ১৫০০০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ)  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট স্নিগ্ধা তালুকদার ও সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিলের যৌথ অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।
এ সময় মিরপুর বাজারের কাজল মিয়া, পুটিজুরী বাজারের মামুনুর রশীদ ও দ্বিগাম্বর বাজারের রিপন মিয়া মালিকানাধীন মুদি দোকানে অধিমূল্যে বিক্রি ও সঠিক মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
পরে বাজারে জনসমাগম রোধের লক্ষ্যে প্রচারণা করেন নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।  তিনি বলেন, আপনারা নিশ্চিত ঘরে ঘুমান। আমরা আপনাদের ভালর জন্য কাজ করছি।

Comment here